বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনের শহীদ বীরেন্দ্র সূত্রধর
প্রকাশিত হয়েছে : ১৯ মে, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৯ বার পঠিত
প্রান্তডেস্ক:বীরেন্দ্র সূত্রধর হলেন একজন ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদ। তিনি ১৯৬১ সালের ১৯ মে আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনে যোগ দেন বাংলা ভাষাকে আসামের সরকারী ভাষার মর্যাদার অধিকারে। এই আন্দোলন চলাকালীন ১৯ মে প্যারামিলিটারির বন্দুকের থেকে ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পর ২৪ ঘণ্টার মধ্যে ১৯৬১ সালের ২০ মে মৃত্যুবরণ করে।