বাসদ বগুড়া জেলা সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, রজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন, নাটোর জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল প্রমুখ।
৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের সমাবেশ ও মিছিল
প্রান্তডেস্ক:তিস্তাসহ ৫৪টি অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাসদ। সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শহরের সাতমাথা চত্বরে সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে তিস্তা অভিমুখে রোর্ডমার্চ বগুড়ায় পৌঁছার পর এই কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন- ভারত সরকার আন্তর্জাতিক নীতি লংঘন করে ভাটির দেশ বাংলাদেশের ন্যূনতম স্বার্থ বিবেচনা না করে একের পর এক নদীর পানি প্রত্যাহার করছে। বাংলাদেশের সরকারের উচিত আন্তর্জাতিক সমস্ত ফোরামে বিষয়টি উপস্থাপন করা। কিন্তু সে ধরণের কোন পদক্ষেপ আজও পরিলক্ষিত হচ্ছে না। ভারতের পানি আগ্রাসন, নদী দূষণ ও দখলদারদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।