মঙ্গলবার থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে
প্রান্তডেস্ক:আরও দু’দিন পর আগামী মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরইমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রোববার (১৪ এপ্রিল) নববর্ষের দিনে গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ প্রায় সারাদেশের মানুষ।
দু’দিন পর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হলেও তাপপ্রবাহ থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দাবদাহ মাথায় নিয়েই বিভিন্ন অঞ্চলের মানুষ সামিল হয়েছে নববর্ষের উৎসবে। গরমের অস্বস্তির মধ্যেই সকাল থেকে রাজধানীর রমনা বটমূলের বর্ষবরণ উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
দু’দিন পর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হলেও তাপপ্রবাহ থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দাবদাহ মাথায় নিয়েই বিভিন্ন অঞ্চলের মানুষ সামিল হয়েছে নববর্ষের উৎসবে। গরমের অস্বস্তির মধ্যেই সকাল থেকে রাজধানীর রমনা বটমূলের বর্ষবরণ উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।সোমবার সারাদেশ বৃষ্টিহীন এবং গরম কিছুটা বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।