ইরানকে বাইডেনের একশব্দের বার্তা, ইসরায়েলকে রক্ষায় ‘সবকিছু’ করবেন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৭ বার পঠিত
প্রান্তডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমান করছেন ইরান শিগগিরই ইসরায়েলে আক্রমণ করবে। কারণ এই মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা করে ইসরায়েল। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের দুই জেনারেলসহ বেশ কয়েকজন কমান্ডার নিহত হন।এই হামলার কথা ইসরায়েল স্বীকার করেনি তবে এর পিছনে ইসরায়েল রয়েছে বলেই সবার ধারণা।
মার্কিন কর্মকর্তারা সেদেশের সিবিএস নিউজকে বলেছেন, ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা হতে পারে। আর ইসরায়েল বলেছে, তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত।বাইডেন ইরানকে সতর্ক করে একটি শব্দ বলেছেন, ‘ডোন্ট (করবেন না)।’
আর বাইডেন বলেছেন, ‘ইসরায়েলকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। আমরা ইসরায়েলকে সহযোগিতা করবো এবং ইরান সফল হতে পারবে না।’
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৩ জন নিহত হন। সেখানে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার ছিলেন। ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলে হামলার ঘোষণাও দিয়েছে।