“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত
প্রান্তডেস্ক:আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম ওমরাও খান (দ্য এশিয়ান এইজের সম্পাদক, ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের সাবেক প্রতিনিধি) ও সাধারণ সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান (‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক এবং বাংলাদেশ অনলাই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি)। সহ-সভাপতি নির্বাচিত হন মীর আব্দুল আলীম (মহাসচিব-কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ) ও কামাল হোসেন (চেয়ারম্যান, ফোকাস বাংলা), যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন (ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি (স্পেশাল করেসপন্ডেন্ট, এটিএন বাংলা), কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী (অর্থ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন), দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলব্লু, নাসির উদ্দিন।
রাজধানীর তেজগাঁওয়ের ‘দ্য এশিয়ান এইজে’র অফিসে আয়োজিত এক বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিম ওমরাও খান। উক্ত সভায় প্রধান অথিতি উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান,নাজমা আখতার নীলা, সামসাদ আনহার, ইকবাল ভূঁইয়া, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।