আজ সিলেটের বাম রাজনৈতিক নেতা ” ফখরুল ইসলাম খানের’মহাপ্রয়াণ দিবস
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত
প্রান্তডেস্ক:২০১৬ সালের আজকেরদিনে (২৯ফেব্রুযারি তারিখে )না ফেরার দেশে পাড়িজমান সিলেটের বাম রাজনীতির ব্যাতিক্রমি রাজনীতিবিদ ” ফখরুল ইসলাম খান “।
আজীবন মার্কসবাদে বিশ্বাসী, দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা ছিলো ফখরুল ইসলাম খানের ধ্যান জ্ঞান। তিনি ছিলেন মার্কস বাদ ও মানবতাবাদের মিসেলে একজন রাজনৈতিক কর্মি সংগঠক ও নেতা।
যার ছিলো একটা বিশাল নিজস্ব গ্রন্থাগার যেখানে চর্যাপদ থেকে শুরু করে সমসাময়িক সকল লেখকের বই ছিলো।যেখান থেকে বই নিয়ে আজকের অনেক গবেষক, অধ্যাপক অনেকই তাদের গবেষণা কাজ সম্পন্ন করেছেন।
শেষ সময়ে “ফখরুল ইসলাম খান” দুরারোগ্য ক্যান্সারে ভোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ব্যাক্তিজীবনে জনাব ফখরুল ইসলাম খান একজন বন্ধুবৎসল নিরহংকারী পরোপকারী মানুষ ছিলেন ।চাকুরি করেছেন বিদ্যুৎউন্নয়ন বোর্ডে। জীবনের সঞ্চয় বলতে ছিল বই বই আর বই। তিনি মাসের বেতন পেয়েই ছুটতেন লাইব্রেরীতে ভালো লেখকের বই কেনা ছিলো তার নেশা। শুধুযে কিনতেন তা নয় বই কিনে পড়ে আলোচনা করতেন।
সমসাময়িক বিশ্বরাজনীতি, বিশ্বসাহিত্যের উপর ছিলো অগাধ পাণ্ডিত্য।আজ ফখরুল ইসলাম খানের প্রয়ান দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও লাখো সালাম।