- প্রচ্ছদ
- জাতীয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৫০ বার পঠিত
প্রান্তডেস্ক:২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সারা দেশে ১৮৮৪টি কলেজে ১ লক্ষ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৭০ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।