ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত
প্রান্তডেস্ক:মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ(৩০জানুয়ারী, মঙ্গলবার)দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।