আগামীকাল(২৪ ডিসেম্বর,রবিবার )ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শনে আসছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত
প্রান্তডেস্ক:ডায়াবেটিক চিকিৎসায় সিলেট বিভাগের বিশেষায়িত একমাত্র হাসপাতাল ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আগামীকাল(২৪ ডিসেম্বর,রবিবার ) দুপুর সাড়ে ১২টায় তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। এসময় তিনি সেখানে মতবিনিময়ও করবেন।
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম এ আহবাব এবং সাধারণ সম্পাদক লোকমান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডায়াবেটিক সমিতির সকল সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।