লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তা নিহত
প্রান্তডেস্ক:রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির ধাক্কায় মো. আল-মামুন (৪৮) নামের এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-মামুন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি তিল্লী গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি মোহাম্মদপুরের তাজমহল রোডের একটিবাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। আল-মামুন উত্তরার নির্বাচন অফিসে বসতেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বিমানবন্দর থানা এলাকায় লড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল-মামুন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় আল-মামুনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।