নির্বাচনের বছর ২০২৪ : বিশ্বজুড়ে ভোট দেবে ৪২০ কোটি মানুষ
প্রান্তডেস্ক:২০২৪ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নেবে ৪২০ কোটিরও বেশি মানুষ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৭৮টি দেশে ৮৩টি জাতীয় ও প্রাদেশিক নির্বাচন হবে এই বছর। ২০৪৮ সালের আগে এক বছরে এত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আর সম্ভাবনা নেই।
ইতিহাসে এক বছরে এত সংখ্যক ভোটারের অংশগ্রহণও কখনো ঘটেনি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভোট। প্রায় সবগুলো মহাদেশেই নির্বাচন হবে। এশিয়া মহাদেশে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।
দ্য ইকোনমিস্ট এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল ও তুরস্কের মতো দেশে জাতীয় নির্বাচন না থাকলেও স্থানীয় নির্বাচন হবে যেখানে সারাদেশের ভোটাররই অংশ নেবেন। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র তাদের পার্লামেন্ট নির্বাচনের ভোট দেবেন।
জি২০ ও জি-সেভেন এর মতো শক্তিশালী গ্রুপগুলোর দেশেও নির্বাচন হবে। যার ওপর বৈশ্বিক ভূ-রাজনীতি অনেকটা নির্ভর করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও।
গুরুত্বপূর্ণ এই বছরের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। ৭ জানুয়ারি শুরু হবে ভোট। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আরও দুটি মুসলিম দেশ পাকিস্তান ও ইন্দোনেশিয়ার জাতীয় নির্বাচন। বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার গণতান্ত্রিক দেশ ভারতে এপ্রিল থেকে মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
মে মাসে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক দেশ দক্ষিণ আফ্রিকায় হবে নির্বাচন। এ ছাড়া এই মহাদেশের আলেজেলিয়া, বোতসানা, শাদ, কমরোস, ঘানা, মরিশানিয়া, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, সেনেগাল, সোমালিল্যান্ড, দক্ষিণ সুদান, তিউনিশিয়া ও টোগোতে নির্বাচন হবে। এই মহাদেশেই সবচেয়ে বেশি নির্বাচন হবে এই বছর।
ইউরোপে সামনের ১২ মাসে ফিনল্যান্ড, বেলারুশ, পর্তুগাল, ইউক্রেন, স্লোভাকিয়া,লিথুনিয়া, আইসল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, জর্জিয়া, মলডোভা ও রোমানিয়া নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউরোপীয় পার্লামেন্টেও ভোট হবে এই বছরই।দ্য ইকোনমিস্ট এর মতে, এই বছর বৈশ্বিক গণতান্ত্রিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।