গানে-গানে ভোটের প্রচারে অংশ নিতেই সিলেটে তারা
প্রান্তডেস্ক:যেখানে আওয়ামী লীগের জনসভা সেখানেই পৌঁছে যান তারা। নিজ খরচে গোটা দেশে নৌকার প্রচারণা করে বেড়াচ্ছেন গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরণ গ্রামের শেখ মো. ইলিয়াস। তার সঙ্গে আছেন বরিশালের মজিবর বয়াতি ও রংপুরের মো. আলী ।
বুধবার (২০ ডিসেম্বর) তাদের দেখা গেলো সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে গান করছিলেন। সে সময় তারা গাইছিলেন, ‘কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে বঙ্গবন্ধুর নাও, শেখ হাসিনার নাও’।
পাশেই রয়েছে আলিয়া মাঠ; যেখানে জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
গানের এক ফাঁকে তাদের সাথে কথা হলে জানালেন, গানে-গানে ভোটের প্রচারে অংশ নিতেই তারা এসেছেন গোপালগঞ্জ, বরিশাল আর রংপুর থেকে।
গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরণ গ্রামের ‘ভাইরাল ইলিয়াস’ নামে পরিচয় দেওয়া ৬৩ বছরের শেখ মো. ইলিয়াস বলেন, ঢাকাতে আওয়ামী লীগের বিজয় র্যালিতে অংশগ্রহণ করে মঙ্গলবার রাতে গাড়িতে উঠে সিলেটে এসেছি আমরা।
মো. মজিবর বয়াতি জানান, তারা সিলেট আসার আগে নৌকার প্রচারে খুলনা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ঢাকা, গাজীপুর ঘুরে এসেছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের আগ পর্যন্ত তারা মাঠে প্রচারে করে বেড়াবেন। এজন্যই আমাদের সিলেট আসা। একই ভাষ্য রংপুরের মো. আলীরও।
এ তিনজন জানান, তারা সিলেটের মেয়র সাহেবের সঙ্গে আলাপ করতে চান; উনি সুযোগ দিলে সিলেটে থেকে নৌকার উন্নয়ন প্রচার করতে চান।
শেখ মো. ইলিয়াস জানান, সিলেট সিটির নির্বাচনের সময় আমি সিলেটে এসে নৌকার প্রচার করেছি গানের মাধ্যমে; পরে নৌকার বিজয়ের পর মেয়রের সঙ্গে দেখা করে গিয়েছি। এখন আবারও মেয়রের সহযোগিতা চাই।