যখন নৌকা জয়ী হয় তখন দেশের ১৮ কোটি মানুষ জয়ী হয়: দীপু মনি
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত
ক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও তার নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন। বলা হয়, সিলেটের এই আসন (সিলেট-১) জিতলে সেই দল জেতে। আর আমরা জানি, যখন নৌকা জয়ী হয় তখন দেশ ও দেশের ১৮ কোটি মানুষ জয়ী হয়।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, কাজেই এই সিলেটবাসী নৌকাকে এই সিলেটে জয়ী করার মধ্য দিয়ে সারা বাংলাদেশকে জয়ী করবেন এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।