আজ আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে প্রস্তুত সিলেট
প্রান্তডেস্ক:আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আজ বুধবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ উপলক্ষে বুধবার দুপুর ২টায় নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মহাসমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করছে।সকালে সিলেট পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন। পরে মহাসমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, মাঠ ও মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। ১০ লাখের বেশি মানুষের সমাগমের লক্ষ্য রেখে প্রচারণা চলছে।কেবলমাত্র মাঠ নয়, প্রধানমন্ত্রী সফরের সময় যে রাস্তাগুলো ব্যবহার করবেন সেগুলোও সাজানো হয়েছে।
আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঐতিহাসিক সমাবেশে সারা বিভাগের নেতাকর্মীরা যোগ দেবেন।
একাধিক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আগামীকালই প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো একাধিক প্রস্তুতি ও মতবিনিময় সভা, প্রচার মিছিল করেছে। নগর ও জেলা-উপজেলায় চলছেন মাইকিংও।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত। তার এ সফরের মাধ্যমেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর এ সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটবাসীও প্রধানমন্ত্রীকে বরণ করতে মুখিয়ে আছেন।
সিলেট নিয়ে দেশের রাজনীতিতে কিংবদন্তি রয়েছে, সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয়– সেই দলই সরকার গঠন করে। স্বাধীনতার পর থেকেই এমনটি ঘটে আসছে। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-সহ ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মাজার রয়েছে সিলেটে। ফলে সব রাজনৈতিক দল সিলেটকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয় তাঁদের। এবারও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা বজায় রাখছেন।