ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা মুজফ্ফর আহমদের জন্ম চট্টগ্রামে ১৮৮৯ সালের ৫ আগস্ট। তার বাবার নাম মনসুর আলী এবং মা চুনাবিবি। নোয়াখালী জিলা স্কুল থেকে ১৯১৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করে তিনি বঙ্গবাসী কলেজে ভর্তি হলেও আইএ পরীক্ষায় অকৃতকার্য হন এবং তার লেখাপড়ার ইতি ঘটে। ১৯১১ সালে কলকাতায় অবস্থানরত মুসলিম ছাত্রদের উদ্যোগে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি গঠিত হয়। ১৯১৮ সালে সমিতির উদ্যোগে বের হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। ১৯১৮ সালে সমিতির কর্মী হিসেবে তিনি অফিসেই থাকা শুরু করেন। পত্রিকার কাজ পরিচালনার সময় চিঠিপত্রের মাধ্যমে কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে নজরুলের সঙ্গে যৌথ সম্পাদনায় নবযুগ পত্রিকা বের করেন। ১৯২০ সালে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হলে তিনি এর কলকাতা শাখার সংগঠক নিযুক্ত হন। ১৯২৪ সালে কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড হয়, পরে স্বাস্থ্যভঙ্গের কারণে জেল থেকে মুক্তিলাভ করেন। ১৯২৯ সালে মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন। ১৯৪০ সালে ব্রিটিশরাজ কর্র্তৃক তার ওপর কলকাতা ত্যাগের ওয়ারেন্ট জারি হয়। মুক্তি পেয়ে পরে আত্মগোপনে থেকে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেন। ১৯৪৫ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির নিখিল ভারত কৃষক সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৬৪ সালে পার্টি ভেঙে সিপিআই ও সিপিএমে বিভক্ত হলে তিনি সিপিএমের পক্ষ নেন এবং এ দলের অন্যতম প্রধান কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ‘কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথা’ এবং ‘আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি’ তার অন্যতম গ্রন্থ। ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।