হোয়াইটহাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য একটি সভায় অংশ নেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে।