বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার’র জন্ম দিন আজ
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯ বার পঠিত
জন্ম ও মৃত্যু
গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।
জনপ্রিয় গান
- পথের ক্লান্তি ভুলে
- তুমি না হয় রহিতে কাছে
- আমার গানের স্বরলিপি
- গানে মোর ইন্দ্রধনু
- মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
- ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে
- এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু
- এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
- কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো
- এই পথ যদি না শেষ হয়
- আমার স্বপ্নে দেখা রাজকন্যা
- কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
- শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… বাংলাদেশ, আমার বাংলাদেশ
- প্রেম একবার এসেছিল নীরবে
- এমন দিন আসতে পারে
- আমি যামিনী তুমি শশী হে
- কী আশায় বাঁধি খেলাঘর
- তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
- ও মালিক সারাজীবন কাঁদালে
- অলির কথা শুনে বকুল হাসে
- এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
- নীড় ছোট আকাশ তো বড়
পুরস্কার ও সম্মাননা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।