আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সাদিক ও আনোয়ার হোসেন
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
প্রান্তডেস্ক:আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।
অপরদিকে, বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।তিনি নেত্রকোনা-৫ আসনের জন্য দলের মনোনয়ন চেয়েছেন। আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন তার ভাই।সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, বেলা পৌনে ১১টার দিকে তিনি নিজে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।