‘ধুম’-এর পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি
‘প্রান্তডেস্ক:ধুম’ দিয়ে বলিউডে ধুম ফেলে দেওয়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি আর নেই। রবিবার (১৯ নভেম্বর) মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। আর তিনদিন পরেই ছিল পরিচালকের জন্মদিন।সঞ্জয়ের মেয়ে সঞ্জিনা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।পরিচালকের কন্যা সানজিনা পিটিআইকে বলেন, ‘আজ সকাল ৯.৩০ মিনিটে বাড়িতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে কীভাবে বাবা মারা গিয়েছেন, তবে এটি সম্ভবত হার্ট অ্যাটাক। তবে তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।
২০০৪ সালে বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ধুম’ পরিচালনা করেন সঞ্জয়। এরপর ২০০৬ সালের ‘ধুম ২’ পরিচালনা করেন তিনি। দুটি সিনেমাই বক্স অফিস কাঁপিয়ে দেয়। বলিউডকে এনে দেয় ভিন্ন মাত্রার এক ফ্র্যাঞ্চাইজি।
সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমাও পরিচালনা করেছেন। যার মধ্যে ছিল ‘ধুম’, ‘ধুম ২’ এবং ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। ২০০৮ সালে সঞ্জয় দত্ত, ইমরান খান এবং মিনিশা লাম্বা-অভিনীত ‘কিডন্যাপ’, ২০১২ সালে অর্জুন রামপাল-অভিনীত ‘আজাব গাজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পরিন্দে’ পরিচালনা করেন এই বিখ্যাত নির্মাতা।
মৃত্যুকালে সঞ্জয় স্ত্রী জিনা এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন।যার মধ্যে সানজিনা বড়।