গণসঙ্গীত শিল্পীকমরেড ভবতোষ চৌধুরী দ্বাদশ প্রয়াণ দিবস আজ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ গণসঙ্গীত শিল্পী, গণমানুষের প্রাণের মানুষ, সকল প্রাকার অন্যায়ের বিরুদ্ধে যার কণ্ঠ ছিলো সর্বদা সোচ্চার, সেই মহান শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী দ্বাদশ প্রয়াণ দিবস।
প্রয়াণ দিবসে গণসঙ্গীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী ( ভবদা)কে স্মরন করছে “সিলেটপ্রান্ত” তাঁকে,জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। কমরেড ভবতোষ চৌধুরীরা অমর চিরঞ্জীব।