৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রান্তডেস্ক:নির্বাচন কমিশনের ‘একতরফা’ তফশিল ঘোষণার প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সমমনা দলগুলোর মধ্যে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। সমগ্র জাতি এবং জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধীদল নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, বিরোধীদলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফশিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে। সংলাপের পথ রুদ্ধ করবে। রাজনীতিতে ঘোর অমানিশা নেমে আসবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে জানান জামায়াতের অন্যতম এ শীর্ষ নেতা।সব দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি।
তিনি দাবি করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সব শীর্ষ নেতা এবং গ্রেফতার নেতাকর্মীদেরকে মুক্তি দিতে হবে। মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। সভা-সমাবেশ ও মিটিং করার সুযোগ দিতে হবে। জামায়াতের তালাবদ্ধ কেন্দ্রীয় অফিসসহ বন্ধ সব শাখা অফিস খুলে দিতে হবে। এর আগে বৃহস্পতিবার রবি ও সোমবার হরতালের ডাক দেয় বিএনপি, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো।