প্রান্তডেস্ক:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের কারে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। পুরো গাড়ি না পুড়লেও পেছনের অংশ পুড়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আমকান্দি তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পৌর শহরের আমকান্দি বাসার সামনে তার প্রাইভেটকারটি রাখা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কে বা কারা পেট্রোল ঢেলে কারের পেছনে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন দিনমজুর জমিতে কাজ সময় আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে কবির খন্দকারসহ অনেকেই এগিয়ে এসে আগুন নেভান। আগুনে কারের পেছনের কিছুটা পুড়ে গেছে। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কবির খন্দকার বলেন, আমার কোনো শত্রু আছে বলে আমার জানা নেই। আমার গাড়ি সবসময় এখানেই থাকে। আমি কাউকে সন্দেহ করতে পারছি না।