বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
প্রান্তডেস্ক:অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে এ হুমকি আসে। এ ঘটনায় সোমবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা একটি সাধারণ ডায়েরি (নং: ১২৯৩) করেছেন।
সাধারণ ডায়েরিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক উল্লেখ করেন, সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিচয় গোপন রেখে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি তাকে প্রাণনাশেরও হুমকি দেন।হুমকিদাতা মুক্তিযুদ্ধ নিয়েও কটাক্ষ করেন বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন এ মুক্তিযোদ্ধা।থানায় প্রদান করা সাধারণ ডায়েরি গ্রহণ করেছেন এসআই শশধর।