হিজবুত তাহরীর এক সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত

গ্রেফতারকৃত জুয়েল ভূইয়া (২৬) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে। সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো।
পলাশ থানার ওসি ইকতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সন্ত্রাস বিরুধী আইনে মামলা দায়ের করা হয়েছে।