ফিলিস্তিনে সহায়তা বন্ধের বিপক্ষে ফ্রান্স
পরবর্তীতে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইইউ। তারা জানায় যে অর্থ প্রদান বন্ধ করা হবে না, তবে ফিলিস্তিনের জন্য ইইউ-এর সহায়তার জরুরী পর্যালোচনা করছে।এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা উপত্যকায় একটি মানবিক করিডোর তৈরির আহ্বান জানিয়েছে।
হু এর মুখপাত্র তারিক জাসারেভিচ জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। এই মূহুর্তে ফিলিস্তিনের জনগণের কাছে গুরুতর চিকিৎসা সরবরাহের জন্য একটি মানবিক করিডোর প্রয়োজন।”
সংস্থাটি আরও জানিয়েছে যে, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে এবং আগের সরবরাহকৃত চিকিৎসা সামগ্রী ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে।“এদিকে জাতিসংঘের মানবিক দপ্তর বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত অবরোধের কারণে গাজায় খাবার পানির “তীব্র ঘাটতি” দেখা দিতে পারে