মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান
প্রান্তডেস্ক:আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান। তিনি ‘মাটি ও মানুষের শিল্পী’ হিসেবে পরিচিত। যার রঙ তুলিতে দারিদ্র-ক্লিষ্ট ও খেটে খাওয়া মানুষগুলো হয়েছেন পেশিবহুল এবং শক্তিশালী। এই গুণী চিত্রশিল্পীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য এ শিল্পী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বাসভবন চত্বরে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশুস্বর্গ, লাল বাউল এলাকায় কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- গড়ে তোলা হয়েছে।
এদিকে, গত ৪ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে মতামত ও সুপারিশ দিয়েছে। এ কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নড়াইলবাসী। এছাড়া সুলতান স্মৃতি সংগ্রহশালার উন্নয়নসহ প্রবেশ পথটি প্রশস্তকরণের দাবি উঠেছে। অন্যদিকে, চিত্রা নদীর পাড়ে এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাঘাটটি সংস্কার কাজ দীর্ঘদিন ঝুলে আছে।