ফিলিস্তিনিদের অবিলম্বে সাহায্যের আহ্বান ইরানের
প্রান্তডেস্ক:ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর আলবুসাইদির সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। খবর তাসনিম নিউজের।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিমতীরের ফিলিস্তিনি জনগণের জন্য মুসলিম দেশগুলোর সমর্থন ও সহযোগিতার প্রয়োজন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে।তিনি বলেন, ইরান ও ওমান সব সময় ইসরাইলি শত্রুর মোকাবিলায় ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করে এসেছে।ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত শনিবারের যুদ্ধ শুরুর আগে বিগত মাসগুলোতে শান্তির সময়ে ৪০টি শিশু ও ১১ জন নারীসহ ২৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তেলআবিব। এছাড়া, ইসরাইলি কারাগারে আটক রয়েছে ২০০ নারী ও শিশুসহ প্রায় ৫ হাজার ফিলিস্তিনি বন্দি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তেলআবিব সরকার সাম্প্রতিক সময়ে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদেও হামলা জোরদার করেছিল।
তিনি বলেন, এতসব ইসরাইলি অপরাধযজ্ঞের জবাব দিতেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ ইসরাইলের বিরুদ্ধে বিশাল আকারের অভিযান চালিয়েছে।ফোনালাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য আঞ্চলিক দেশের মতো ওমানও শত শত ফিলিস্তিনি নাগরিকের হত্যাকাণ্ডের ব্যাপারে সমবেদনা জানিয়েছে।ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণ ও স্বাধীন ভূখণ্ডের অধিকারী হওয়ার যে ন্যায়সঙ্গত অধিকার রয়েছে তার প্রতি সমর্থন জানানোর জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।