কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা

আজ মঙ্গলবার অফিস চলাকালীন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে প্রথম দিনের এই কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘোষণা অনুযায়ী পরবর্তী দুদিন বুধবার ও বৃহস্পতিবার এই কর্মসূচি চলমান থাকবে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সিমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষা ক্যাডাররা। নতুন শিক্ষাক্রম প্রণয়ন, প্রশিক্ষণ ও বাস্তবায়নে এসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করছেন। অথচ দীর্ঘদিন থেকেই কাঙ্ক্ষিত পদ না থাকা ও পদোন্নতি না থাকাসহ বিভিন্ন বৈষম্যের শিকার শিক্ষা ক্যাডাররা।দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে। অন্যথায় পূর্বনির্ধারিত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।এর আগে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছেন তারা।