মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক
মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক
প্রান্তডেস্ক:ঢাকায় অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আছেন নির্বাচন কমিশনাররা।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রতিনিধি দলে রয়েছেন- কালর্ফ ইন্ডারফার্থ, বনি গ্লিক, মারিয়া চিন আব্দুল্লাহ, মনপ্রীত সিং আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট, ডেভিড লে হোগস্ট্রা ও মারি মাইত্রি।