‘গাজায় ইসরায়েলি বোমা হামলা এক মিনিটের জন্যও থামেনি’
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার জেরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু তা-ই নয়, রবিবার (০৮ অক্টোবর) রাতে এক মিনিটের জন্যও বোমা হামলা থামেনি বলে মন্তব্য করেছেন গাজার বাসিন্দা রিফাত আল আরির। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
রিফাত বলেন, আমাদের কাছে ইসরায়েলি হামলা নিয়ে বর্ণনা করার মতো কিছুই অবশিষ্ট নেই। রাতে আমরা ফিলিস্তিনিরা মাত্র ঘুমিয়েছি। এ সময় মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
পরিস্থিতি আতঙ্কজনক ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মনে করি হামলা কেবল শুরু হয়েছে। কারণ বোমাগুলো ১০ ঘণ্টা, এমনকি এক মিনিটের জন্যও থামেনি।