এই দিনে:৯ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর, ২০২৩ ১:২০ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত
১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। তার জন্ম কুষ্টিয়ায়, ৩০ জুলাই ১৮৯৭ সালে। তার বাবার নাম কাজী গওহর উদ্দীন আহমদ এবং মা তাসিরুন্নেসা। তিনি কুষ্টিয়া হাইস্কুল থেকে ১৯১৫ সালে ডিস্টিংকশনসহ প্রথম বিভাগে এনট্রান্স এবং রাজশাহী কলেজ থেকে ১৯১৭ সালে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে তিনি দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয়ে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএ এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএ পাস করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতশাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। ‘পরীক্ষণ প্রকল্প’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে পরিসংখ্যানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থাতেই ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ডেমনেস্ট্রেটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯২৩ সালে তিনি বিভাগের সহকারী প্রভাষকের পদ লাভ করেন। ১৯৪৮ সালে নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতত্ত্ব ও তথ্যগণিত বিষয়ে এমএ কোর্স চালু করেন। ১৯৫৪ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। ১৯২৬ সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। শিক্ষা-গবেষণা ও বিজ্ঞান-প্রযুক্তি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হন।