যাদুকাটা নদীতে ডুবে শ্রমিকের মৃ ত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত
প্রতিকী ছবি
প্রান্তডেস্ক:সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পানিতে ডুবে কাছম আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের বাসিন্দা।ঘটনাটি ঘটেছেশুক্রবার সকাল সাড়ে ৭টায় যাদুকাটা নদীতে । এলাকাবাসী জানায়,প্রতিদিনের মত এলাকার শ্রমিকরা বারকী নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্ত পিলার অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন করতে জিরো পয়েন্ট(ভারতের দিকে)যায় শত শত শ্রমিক। এসময় ভারতীয় বিএসএফ ধাওয়া করলে সবাই দ্রুত চলে আসতে চাইলে কাছম আলী (৬০) তার বারকী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজ খোঁজির পর বারেকটিলা-লাউড়েরগড় খেয়া পারাপারের এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।
আরও জানা যায়, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রতিদিন যাওযার কারনে এর পূর্বে এমন অনেকে ঘটনা ঘটেছে। গত দু দিন পূর্বেও ১৬টি ষ্টিলবডি নৌকা আটক করেছে বিজিবি আর কয়েকটি ধরনে নিয়ে যায় ভারতীয় বিএসএফ।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান,এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।