আজ অসাম্প্রদায়িক চেতনার অবিনশ্বর নাম শহীদ মুনির-তপন-জুয়েল দিবস
প্রান্তডেস্ক:আজ ২৪ সেপ্টেম্বর। ১৯৮৮সালের এইদিনে জামাত শিবির চক্র তাদের রাজত্ব প্রতিষ্ঠাকরতে সিলেট শহরে হত্যা করেছিল জাসদ-ছাত্র লীগের সংগ্রামী নেতা মুনির-ই-কিবরিয়া, তপনজ্যোতি দে ওএনামুল হক জুয়েলকে।এই তিন ছাত্রনেতাকে হত্যার মাধ্যমেই সিলেটের ছাত্র রাজনীতিতে আধিপত্য বিস্তার শুরু করে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও আদালতে সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলার আসামি ছাত্রশিবিরের নেতারা সবাই বেকসুর খালাস পান। তাই আজ অবধি মুনির-তপন-জুয়েলের হত্যাকারীরা চিহ্নিত হয়নি।আশ্চর্য্যের বিষয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থাকলেও মুনির-তপন-জুয়েল হত্যাকারীদেরে খোঁজে বের করার কোন উদ্যোগ নেই। । তাই দেশের সকল প্রগতীশীল শক্তি আসুন আমরা আজ২৪সেপ্টেম্বর সারাদেশে মুনির জুয়েল তপনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং ৩৫ বছর আগের কাণ্ডেরও বিচারের দাবীতে বলিষ্ঠ আওয়াজ তুলি।