মাসিক হওয়ায় তিন নারীকে ঘরছাড়া করে তালাবন্দী
প্রান্তডেস্ক:মাসিক চলাকালীন তিন নারীকে গ্রাম থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে তারা যেন গ্রামে আর ঢুকতে না পারে তাই তাদের একটি নির্জন ঘরে তালাবন্দী করে রাখা হয়। ভারতের কর্নাটকের টুমাকুরু জেলার এক গ্রামে ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী তিন নারীকে গত ১৬ সেপ্টেম্বর উদ্ধার করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টুমাকুরু জেলার গুব্বি তালুক নামে এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে আদিবাসী এবং উপজাতিদের বাস। ভুক্তভোগী নারীরা ওই এলাকারই গোল্লা সম্প্রদায়ের। এ সম্প্রদায় আজও মাসিক হওয়া নারীদের অপবিত্র বলে মনে করে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করেও সফল হয়নি প্রশাসন। এখনো প্রায় এখানে মাসিককালীন সময় নারীদের একঘরে করে দেওয়া হয়। স্থানীয় পুলিশ আরও জানায়, যে তিনজন নারীকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়, তাদের মধ্যে একজন অঙ্গনওয়াড়ির কর্মী। অন্যজন কাজ করেন স্কুলের মিড-ডে মিল কর্মী হিসেবে।