এই দিনে:১৫ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত
প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী দ্বিজেন শর্মার জন্ম মৌলভীবাজারের বড়লেখায়, ১৯২৯ সালের ২৯ মে। তার বাবার নাম ভিষক চন্দ্রকাণ্ড শর্মা এবং মা মগ্নময়ী দেবী। বাবা কবিরাজ ছিলেন আর মা ছিলেন সমাজসেবী। শৈশবে পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। সেখান থেকেই গাছপালার প্রতি তার ভালোবাসা জন্মে। ‘কবিরাজবাড়ি’ বলে বাড়ির বাগানেই অজস্র গাছগাছালি ছিল। এর মধ্যে ছিল স্বর্ণচাঁপা, কনকচাঁপা, মধুমালতীসহ রঙবেরঙের ফুল। বসন্ত শেষের বৃষ্টির পর সারা বাড়ি যখন ফুলে ভরে উঠত, তিনি সকালে পূজার ফুল তুলতেন। সে সময়ই মনের অজান্তে তিনিও প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলেন। শৈশবেই গ্রামের পাঠশালায় তার হাতেখড়ি। পরে করিমগঞ্জ পাবলিক হাইস্কুলে লেখাপড়া করেছেন। কলকাতা সিটি কলেজে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে যোগ দেন ঢাকার নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। ১৯৭৪ সালে সোভিয়েত প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনের অনুবাদকের চাকরি নিয়ে চলে যান মস্কো। তিনি ৪০টিরও বেশি বই অনুবাদ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ : ‘শ্যামলী নিসর্গ’, ‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘বাংলার বৃক্ষ, ‘মম দুঃখের সাধন’, ‘আমার একাত্তর ও অন্যান্য’ প্রভৃতি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।