মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন হবিগঞ্জের ফারিয়া
প্রান্তডেস্ক:হবিগঞ্জজেলাধীন চুনারুঘাটউপজেলার শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ফারিয়া আক্তার (১৭) অবশেষে মারা গেছে।গতকাল(১২সেপ্টেম্বরমঙ্গলবার) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষনি:শ্বাসত্যাগ করেন ফারিয়া ।কিশোরী ফারিয়া চুনারুঘাটউপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা। ফারিয়াসহ এনিয়ে সিএনজির ৫ যাত্রীর মধ্যে ৫জনই মারা গেল।বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।গত ৭সেপ্টেম্বর( বৃহস্পতিবা) রাত ৯টার দিকে চুনারুঘাটউপজেলার শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। সবশেষ মারা গেল ফারিয়া।