সিকৃবিতে মাঝরাতে সংঘর্ষ, আহত ১৫
প্রান্তডেস্ক:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ব্যাচ ট্যুরের আলোচনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষ ঘটে। তবে আহতদের নামঠিকানা জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, মাৎস্যবিজ্ঞান অনুষদের ট্যুর নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। বিপুল পরিমাণ লাঠিসোটা নিয়ে দুই পক্ষ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ, সহকারী প্রক্টর পার্থ প্রতিম বর্মন, নিরাপত্তা শাখার কর্মকর্তা আফরাদ তারেক, সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এক পর্যায়ে প্রক্টরের আশ্বাসে এক পক্ষ হজরত শাহপরাণ হলে যাওয়ার সময়ই অপর পক্ষ পূর্ব থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা প্রক্টর, সহকারী প্রক্টর, সহকারী পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনার) সামনেই হামলা চালায়।
সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। বাকিদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর ড. মনিরুল ইসলাম বলেন, ব্যাচভিত্তিক ট্যুর নিয়ে গভীর রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
সিলেট কৃষি বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মারামারির কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রক্টরসহ আমরা তাদের শান্ত করার চেষ্টা করি। তবে এ সময় বেশ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে কয়েকজন ছাত্র আহত হয়েছে। পরে উত্তেজিত শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা হলে পাঠিয়ে দিয়েছি।