হাওরে ইকনোমিক জোন হবে : এমপি রতন
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:হাওরের মানুষের বেকারত্ব সমস্যা নিরসনে অর্থনৈতিক অঞ্চল ‘হাওর ইকনোমিক জোন ‘ হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। আজ বুধবার ‘শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রতন বলেন, আমরা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করি এই হাওর এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, রাস্তাঘাট, বেড়িবাঁধ, কমিউনিটি ক্লিনিকসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে মোয়াজ্জেম হোসেন রতন থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন বানিয়েছেন।
আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমুখ।