দিরাইয়ে ভোরের কাগজের সাংবাদিকের ওপর হামলার নিন্দা

প্রান্তডেস্ক:সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।
বুধবার(৬ আগস্ট) এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ জুসেফের উপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম অমিত, এম এ কাশেম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, প্রচার সম্পাদক শাহনূর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী, রুপজ আহমদ ও পংকজ চক্রবর্তী জয়।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৭টায় দিরাই পৌরসভার আরামবাগস্থ বাসভবনের সামনে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক ভাবে জখম হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷