এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রান্তডেস্ক:দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী কাওলা অংশ দিয়ে টিকেট কেটে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছেন। সেখান থেকে চলে যাবেন আগারগাঁও বাণিজ্যমেলার মাঠে। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
এর আগে, দুপুর সোয়া ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন উপলক্ষে সকাল থেকে দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরোনো বাণিজ্যমেলার মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই মাঠে জনতার ঢল নামে।
এদিকে প্রধানমন্ত্রী আজ উড়ালসড়ক উদ্বোধন করলেও রোববার থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে মাত্র ১০ মিনিটে বিমানবন্দরে কাওলা থেকে ফার্মগেট পৌঁছাতে পারবেন যাত্রীরা।
তথ্যমতে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি নামের প্রকল্পটি ২০১১ সালে হাতে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ১ ডিসেম্বর। পুরোপুরি কাজ শেষ না হলেও আপাতত বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের নির্মাণ ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে অনুমান ৩ টায় সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত মোজান্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় মোজাম্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন কবির (২৭)। মাছুম সিগারেট না দিয়ে চড় মেরে কবিরকে জুনিয়র সিনিয়রের কাছে সিগারেট চায় কতো বড় বিয়াদবি। এতে ক্ষিপ্ত হয়ে দুজনের মধ্যে বাধে বাকদন্ডিতা। এক পর্যায়ে মাসুম কবিরের উপড়ে চাকু দিয়ে হামলা করলে কবির মাছুমের চাকু চিনিয়ে নিয়ে মাছুমের উপড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।