নয়াপল্টনে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত

প্রান্তডেস্ক:বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকার দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে নয়াপল্টনে জড়ো হন তারা।জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটির নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।
১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন জিয়াউর রহমান। ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।