এ মাসেই ১০ আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

প্রান্তডেস্ক:রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার জন্য অবশেষে ইউক্রেনকে অত্যাধুনিক আব্রামস ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।আগস্টেই এসব ট্যাংক জার্মানিতে পাঠানো হয়েছিল।
পেন্টাগনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর প্রকাশ করেছে বলে শুক্রবার (১ সেপ্টেম্বার) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়।
এতে বলা হয় জার্মানিতে পাঠানো ৩১টি আব্রামস ট্যাংকের মধ্য থেকে এ মাসের মাঝামাঝি প্রথম দফায় ইউক্রেনে ১০টি ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসেই ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।মার্কিন এসব ট্যাংক চালানোর জন্য এরই মধ্যে ২০০ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।