সাইবার আইনের কঠোর ধারা প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
প্রান্তডেস্ক:প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) কঠোর ধারাগুলোকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সংস্থাটি বলেছে, প্রস্তাবিত খসড়াটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটিকে উল্লেখযোগ্যভাবে সংশোধন করতে করবে। এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
সংস্থাটির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত সিএসএ মূলত কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) প্রতিলিপি।
প্রস্তাবিত আইনটিতেও আগের আইনটির দমনমূলক বৈশিষ্ট্যগুলো রাখা হয়েছে। সেগুলো বাকস্বাধীনতার অধিকারকে হুমকি এবং সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত আইনটি সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের ভয় দেখানো, হয়রানি এবং নির্বিচারে গ্রেপ্তার, শান্তিপূর্ণ ভিন্নমত দমন এবং সমালোচনামূলক কণ্ঠকে স্তব্ধ করতে ব্যবহৃত হতে পারে। আইনের লক্ষ্য মানবাধিকার রক্ষা; সমালোচনা দমন নয়।
উল্লেখ্য, গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ, কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ক্ষতি সাধন, সাইবার সন্ত্রাসী কার্যক্রম এবং হ্যাকিং সংক্রান্ত অপরাধের জন্য অজামিনযোগ্য চারটি ধারা রেখে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।