বিচারকের ছেলের জুতা চুরি হওয়ায় মামলা, তদন্ত কমিটি গঠন
প্রান্তডেস্ক:রাজস্থানের আলোয়ারে পস্কো আদালতের বিচারকজোগেন্দ্র কুমার আগরওয়াল।সম্প্রতি জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তার ছেলে। বাইরে জুতা খুলে পূজা দিয়ে বেরিয়ে দেখেন জুতাজোড়া আর নেই।২৫ আগস্ট ( শুক্রবার) মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন খোদ বিচারক।এ অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। জুতা চোর ধরতে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে রাজস্থান পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটককরেছে রাজস্থানপুলিশ। সেখানকার আমজনতা বলছে, এ যেন মশা মারতে কামান দাগা! সাধারণ মানুষের টাকা, গয়না চুরি গেলেও তো এমন তৎপরতা দেখা যায় না!পুলিশ বলছে বিচারক জোগেন্দ্রর ছেলের জুতার দাম ১০ হাজার টাকা। তাইতো জুতাজোড়া ফেরত পেতে মামলা দায়ের করেছেন তিনি। এরপর হুলুস্থুল পড়ে যায় রাজস্থান পুলিশে। ইতোমধ্যে মানক চক থানার হেড কনস্টেবল মনিরামের নেতৃত্বে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোর খুঁজতে নেমে পড়েছেন তারা। কয়েকজনকে আটকও করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিচারকের ছেলের জুতার খোঁজ মেলেনি।