প্রান্তডেস্ক:সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। দ্বীপরাষ্ট্রটির নবম প্রেসিডেন্ট হওয়ার জন্য এবার তিনজন প্রার্থী লড়ছেন। নির্বাচনে ২৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন। 

প্রার্থীরা হলেন- দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম (৬৬), সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। খবর রয়টার্সের। 

সিঙ্গাপুরের অধিবাসীদের চার ভাগের তিন ভাগ জাতিগতভাবে চীনা। তাঁদের সংখ্যা প্রায় ৩৫ লাখ। অন্যরা মালয়, ভারতীয় ও ইউরেশিয়ান। দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে।