এই দিনে:২৮ আগস্ট
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ২৯ বার পঠিত

১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রম্যলেখক শিবরাম চক্রবর্তী। তার জন্ম ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর উত্তর কলকাতায়। তার বাবার নাম শিবপ্রসাদ চক্রবর্তী, যিনি মাঝেমধ্যেই পথে বেরিয়ে পড়তেন পরম প্রাপ্তির সন্ধানে। বাবার এই বেরিয়ে পড়ার নেশা শিবরাম পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কৈশোরে একবার তিনি বাড়ি থেকে পালিয়েও যান, যার অভিজ্ঞতায় পরবর্তীকালে রচনা করেন ‘বাড়ি থেকে পালিয়ে’। কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্যজীবনের শুরু। প্রথম কবিতা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও কবিতার, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে। এরপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক ও তুলনাহীন অনেক হাসির গল্প। লিখেছেন স্মৃতিকথামূলক বইও। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাতে রাত্রিবাস করেছেন। এক সময় তিনি জীবিকার তাগিদে সংবাদপত্রের হকারিও করেছেন। সে সময় কলকাতার বিখ্যাত সংবাদপত্র বসুমতী বিক্রি করেছেন। এরপর সওদাগরি অফিসে কম মাইনের চাকরি করেছেন। কিন্তু তখনো লেখালেখিতে হাত দেননি। অবশেষে একটা সময় এসে তাকে লিখতে হয়। দৈনিক বসুমতীর সম্পাদক হেমন্ত প্রসাদ ঘোষই তাকে লেখালেখিতে নিয়ে আসেন। সাহিত্যসাধনা শুরু করে তিনি বাংলা সাহিত্যে আলোড়ন তোলেন। তিনি আজীবন মেসজীবনযাপন করেছেন। করেননি যা, তা হলো বিয়ে। তার সর্বাধিক আলোচিত উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’। তার অমর সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধনের গল্প, যা আজও পাঠকমহলে সমাদৃত। প্রবন্ধ ও গল্পের পাশাপাশি তিনি কিছু রম্য গোয়েন্দা কাহিনিও লিখেছিলেন। তার গোয়েন্দা চরিত্রের নাম কল্কেকাশি। তার ‘বাড়ি থেকে পালিয়ে’ উপন্যাসটি ঋত্বিক ঘটকের পরিচালনায় ১৯৫৮ সালে চলচ্চিত্র আকারে মুক্তি পায়।