বিদেশে থাকা নাগরিকদের জন্য খুলল উ. কোরিয়ার দরজা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৩ বার পঠিত
প্রান্তডেস্ক:প্রায় তিন বছর পর বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য সীমান্ত পুনরায় খুলে দিয়েছে উত্তর কোরিয়া। করোনা মহামারিকালে দেশটি তার সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ রবিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএর বরাতে প্রতিবেদনে বলা হয়, স্টেট ইমার্জেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্সের ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা ফিরে আসবে তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিকেল অবজারভেশনে রাখা হবে।
গত মঙ্গলবার পিয়ংইয়ং থেকে উত্তর কোরিয়ার একটি ফ্লাইট বেইজিং পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়াও রাশিয়া এবং পিয়ংইয়ংয়ের মধ্যে চারটি ফ্লাইট আবার শুরু হতে যাচ্ছে। উত্তর কোরিয়া করোনা মহামারি মোকাবিলার লক্ষ্যে ২০২০ সালের প্রথম ভাগেই তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল।