মহাকাশে এবার মহিলা রোবট পাঠাতে চায় ভারত
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রন্তডেস্ক:চন্দ্রযান ৩-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মহাকাশ অভিযানে মহিলা রোবট ‘ব্যোমমিত্রা’কে পাঠানোর কথা ঘোষণা করলেন ভারতের বিজ্ঞানমন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।জি২০ কনক্লেভ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ‘করোনা মহমারীর জন্য মহাকাশ প্রকল্প পিছিয়ে যায়। এবার আমরা প্রথম ট্রায়াল অভিযান চালাব অক্টোবরে। মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর মতোই ফিরিয়ে আনাও খুব জরুরি।’
অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই মহাকাশযানটি যাবে। তবে এর দ্বিতীয় পর্যায়ের অভিযানে মহাকাশযান চেপে যাবে ভারতের মহিলা রোবটটি। সে মানুষের মতোই সব কাজ করবে। যদি সব কিছু ঠিকঠাক চলে। আর এই বোরট পাঠানো নিয়ে উৎসাহ তুঙ্গে ভারতবাসীর।
চন্দ্রযানের সাফল্যে উৎসাহ পেয়ে শুধু রোবট পাঠানোই নয়, আরও একাধিক মিশন শুরু করতে চলেছে ইসরো। সূর্যে অভিযান চালাতে মিশন আদিত্য এল১ শুরু হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১কে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের ২ তারিখ সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ইসরোর যান। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে।