জনকণ্ঠের সাবেক প্রধান সম্পাদনা সহকারী হারুনউর রশীদ আর নেই

হারুনউর রশীদ
প্রান্তডস্ক:দৈনিক জনকণ্ঠের সাবেক প্রধান সম্পাদনা সহকারী হারুনউর রশীদ (৮১) শনিবার ঢাকার একটি হাসপাতালে বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক শুভাকাক্সক্ষী ও সহকর্মী রেখে গেছেন। এদিন রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তার লাশ দাফন করা হয়।
হারুনউর রশীদ ১৯৪২ সালের ১ আগস্ট বৃহত্তর পাবনা জেলার তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার কাজীপুর থানার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেওয়া হারুনউর রশীদ একসময় বামধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নে সক্রিয় নেতৃত্ব দেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখিও করতেন। জীবিত থাকা অবস্থায় সন্ধানীকে তার দুই চোখ দান করে যান। মৃত্যুর পর সন্ধানী তার দুই কর্নিয়া হাসপাতাল থেকে নিয়ে যায়।
তিনি দৈনিক জনকণ্ঠ ছাড়াও সাপ্তাহিক জনতা, সান্ধ্য দৈনিক আওয়াজ, দৈনিক গণবাংলা, গণশক্তি, দৈনিক বাংলারমুখ, দৈনিক জনপদ, পুনঃপ্রকাশিত দৈনিক জনপদ ও দৈনিক দেশ পত্রিকায় কাজ করেন। তার প্রকাশিত বইশাহেদ আর তার সঙ্গীরা, ঊনষাট বছরের সংবাদপত্রজগত-অবশেষে জনকণ্ঠে বাইশ বছর।