মার্কিন শর্তে সৌদিতে হতাশা, সহযোগিতা করতে চায় চীন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত

সৌদি আরবের রিয়াদে পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তির জন্য কিং আবদুল্লাহ সিটি। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:এবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। এই পারমাণবিক কর্মযজ্ঞে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুততে বিভিন্ন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে হতাশ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। ঠিক এমন সময়ে সৌদিকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।
প্রতিবেদনে আরও বলা হয়, চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদির জন্য একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে।